রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৭:০১, ১৮ আগস্ট ২০২২

আপডেট: ১৭:২৭, ১৮ আগস্ট ২০২২

কাপ্তাইয়ে ফের টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

কাপ্তাইয়ে ফের টিসিবি’র পণ্য বিক্রয় শুরু
​​​​​​​কাপ্তাই  ইউনিয়ন এলাকায় টিসিবি’র পণ্য বিক্রয় উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

কাপ্তাই ইউনিয়ন এলাকায় ফের টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে। ওইদিন সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ইউনিয়ন পরিষদ এলাকায় টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়।

৪, ৫ ও ৬নং ওয়ার্ডের প্রায় ১ হাজার ১শ’ জন কার্ডধারীর নিকট তেল, চিনি ও মুসুর ডাল বিক্রয় করা হয়।

টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন রাজধন, ইউপি সদস্য সেলিনা পারভিন, মইন উদ্দিন ও মোঃ হোসেন।

টিসিবি’র ডিলার কাঞ্চন চৌধুরী জানান, পণ্য নিতে এসে দীর্ঘ লাইন ধরতে হয়। এতে কিছুটা বিলম্ব হলেও সঠিক ভাবে পণ্য সরবরাহ করতে পেরেছি। আগামী সোমবার আবার পণ্য বিক্রয় করা হবে বলে জানান।

সম্পর্কিত বিষয়: