রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

কাপ্তাইয়ে গাঁজা ও মদসহ আটক ২

কাপ্তাইয়ে গাঁজা ও মদসহ আটক ২
​​​​​​​অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এবং উদ্ধারকৃত গাঁজা।

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে গাঁজা ও চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় গত বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে। অভিযানে কাপ্তাই উপজেলার শীলছড়ি ও ঢাকাইয়া কলোনী থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় মাদক পাচারে জড়িত দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- শীলছড়ি এচিং মারমা ও কাপ্তাই ঢাকাইয়া কলোনীর ফুলবানু।

আটককৃত দু’জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আটককৃত আসামীদের রাঙামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সময় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বকর সিদ্দিক ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

সম্পর্কিত বিষয়: