রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫৪, ২৩ জানুয়ারি ২০২৩

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

ইসলামিক ফাউন্ডেশন, কাপ্তাইয়ের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ও ইমাম সম্মেলন-২০২৩ সোমবার (২৩ জানুয়ারি) উপজেলা মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।

আয়েজিত কর্মশালা ও সম্মেলনে উপজেলাধীন বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ ইসলাম একটি শান্তির ধর্ম উল্লেখ করে প্রতিটি মসজিদে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে ইমাম কর্তৃক মুসুল্লিদের উদ্দেশ্যে বয়ান করার পরামর্শ প্রদান করা হয়।

সম্পর্কিত বিষয়: