চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় চোলাই মদসহ আটক ১
কাপ্তাই প্রতিনিধিঃ-
প্রকাশিত: ১৫:২২, ১৫ মার্চ ২০২৩

আটক আসামী ও চোলাই মদ।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ উবাচিং মারমা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয় গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে। আটককৃত উবাচিং মারমা রাজস্থলী উপজেলার ৩নং বাঙালহালিয়া হেডম্যান পাড়া এলাকার সুইসাহ্লা মারমার ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টায় বাঙালহালিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী পালিয়ে যায়। এ সময় ওই আড্ডা থেকে স্যালাইনের ব্যাগে ভরা ২১ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী উবাচিং মারমাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করুন: