রাঙামাটি । মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ , ৯ বৈশাখ ১৪৩১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:২৩, ২৯ মে ২০২৩

ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সভা 

ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন রোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সভা 

ইভটিজিং বা নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত ৯৯৯ ও ১০৯ নাম্বারে সাহায্য নেয়ার জন্য সচেতন করেন কাপ্তাই পুলিশ। রবিবার (২৯ মে) দুপুরে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভায় এই আহবান জানানো হয়।

সচেতনতা মূলক আলোচনায় অংশ নিয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্যে কেউ ইভটিজিং বা নারী ও শিশু নির্যাতনের শিকার হলে দ্রুত ৯৯৯ অথবা ১০৯ নাম্বারে কল করবে। কল করার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। আর তা নাহলে প্রধান শিক্ষকের সহযোগিতা নিবে। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করব। তোমরা নির্ভয়ে নিয়মিত পড়া-লেখা চালিয়ে যাও। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুব হাসান, এস আই মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুব উর রশীদ, কাপ্তাই প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সদস্য অর্ণব মল্লিক, বিদ্যালয়ের শিক্ষার্থী সহ পুলিশ সদস্যগণ।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও সচেতনতা মূলক আলোচলা সভার একাংশ।

সর্বশেষ

জনপ্রিয়