রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১২:৩৮, ৫ জুন ২০২৩

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে এতিমদের খাওয়ানো হলো দুধ ও ডিম
এতিম শিশুদের সেদ্ধ ডিম ও দুধ খাওয়াচ্ছেন ইউএনও রুমন দে।

কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার (৫ জুন) সকালে কাপ্তাই সুইডিশ এলাকা দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা, জেটিঘাট আল আমিন নূরিয়া মাদ্রাসা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত ১শ’ ৫০ জন এতিম শিশুদের মাঝে প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম ও আড়াইশ’ মিলিমিটার করে দুধ খাওয়ানো হয়।

এ উপলক্ষে দারুল উলুম হাফেজিয়া নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ এনামুল হক হাজারী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

এ সময় তিনি বলেন, মানসিক স্বাস্থ্য বিকশিত হওয়ার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।

উপজেলা উপসহকারী  প্রাণী সম্পদ কর্মকর্তা চিংহ্লাউ মারমার সঞ্চালনায় এ সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এবছর দিবসটির প্রতিপাদ্য হলো “টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজ পৃথিবী”।

সম্পর্কিত বিষয়: