রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

কাপ্তাই প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:২৫, ৫ জুন ২০২৩

কাপ্তাইয়ে ৬শ’ ৯৭ জেলে পেল ভিজিএফের চাল

কাপ্তাইয়ে ৬শ’ ৯৭ জেলে পেল ভিজিএফের চাল
​​​​​​​অসহায় জেলেদের মাঝে চাল বিতরণ করছেন ইউএনও রুমন দে।

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৬শ’ ৯৭ জন জেলেকে দেওয়া হলো ভিজিএফ চাল।

সোমবার (৫ জুন) বেলা ১১টায়  ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল কাপ্তাই ইউনিয়নের ৬শ’ ৭৫ জন এবং চিৎমরম ইউনিয়নের ২২ জনসহ সর্বমোট ৬শ’ ৯৭ জনকে মে ও জুন-২০২৩ মাসের জন্য ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ