রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২২

লংগদুতে মানুষ আগ্রহের সাথে গণটিকা গ্রহণ করেছে

লংগদুতে মানুষ আগ্রহের সাথে গণটিকা গ্রহণ করেছে
লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে ১, ২ ও ৩নং ওয়ার্ডের টিকা কেন্দ্রে টিকা নিতে আসা জনসাধারণ।

ঘোষণা অনুযায়ী সারাদেশে ১ কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেয়া হবে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) তারই অংশ হিসাবে রাঙামাটির লংগদু উপজেলায়ও টিকাদান কার্যক্রম করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার অরবিন্দ চাকমা জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ২২টি কেন্দ্রে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। টিকা নিতে সকাল থেকে কেন্দ্রগুলোতে জনসাধারণের দীর্ঘ লাইন পড়েছে। আগ্রহের সাথে মানুষ গণটিকা গ্রহণ করছে। টিকা প্রদানের কার্যক্রমে স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা নিয়োজিত ছিলেন। জাতীয় পরিচয়পত্র  বা জন্মনিবন্ধন নাই এমন ব্যক্তিরাও আজ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পেরেছেন বলে স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা জানান ।

এদিকে, সকালে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করেছে লংগদু উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন। 

তিনি বলেন, করোনা টিকা নিতে মানুষের এখন আগ্রহ অনেক বেড়েছে। বাদপড়া সকলকে টিকার আওতায় আনার জন্য ইতিমধ্যে নব-নির্বাচিত জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়: