রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৮, ৮ মার্চ ২০২২

লংগদুতে নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ

লংগদুতে নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ

রাঙামাটির লংগদু উপজেলায় সপ্তম ধাপে সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন এর সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাইনুল আবেদীন সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এতে উপজেলার সাত ইউনিয়নের ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্যা শপথ নামা বাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী। এছাড়া নব-নির্বাচিত সাত ইউপি চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি ইউএনও মাইনুল আবেদীন বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আজ যারা শপথ নিয়েছেন প্রত্যেকে মানবতার সেবায় এগিয়ে আসবেন। সমাজে অসহায় দরিদ্র ছাত্রদের পড়া লেখার ব্যাপারে সাহায্য করবেন। এলাকায় নারী নির্যাতন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক কাজ করে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিবেন। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়