রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ০৯:১৪, ৫ মে ২০২২

আপডেট: ১০:৩৪, ৫ মে ২০২২

লংগদুতে বিশেষ অভিযানে গাঁজা ব্যবসায়ী আটক

লংগদুতে বিশেষ অভিযানে গাঁজা ব্যবসায়ী আটক

রাঙামাটির লংগদু উজেলায় ৩.৮ কেজি গাঁজা ও একটি ১০০ সিসি মটর বাইকসহ গাঁজা ব্যবসায়ীকে আটক করে লংগদু সেনা জোন।

বুধবার (৪ মে) বিকাল ৪টার সময় লংগদু উপজেলার বড়াদম এলাকায় গাঁজা ব্যবসায়ী গাঁজা পরিবহন করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের (তেজস্বী বীর) উপ-অধিনায়ক মেজর মোঃ রিয়াজ আহমেদ (পিএসসি) এর নেতৃত্বে জোনের একটি টহল টিম ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। লংগদু ইউনিয়নের বড়াদম এলাকায় রাঙ্গাপানিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে হতে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। এ সময় তল্লাশী করে পরিবহন করা অবস্থায় ৩ কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ বাইক চালকে আটক করা হয়।

আটককৃতের নাম সম্বংর চাকমা (৫০), তার পিতার নাম গোপাল চন্দ্র চকমা। তার বাড়ী লংগদু সদর ইউনিয়নের দজরপাড়া এলাকায়। 

এছাড়াও একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়। সন্ধ্যায় আটককৃত ব্যক্তিকে গাঁজাসহ লংগদু থানার এসআই দয়াল হরির নিকট হস্তান্তর করা হয়।

লংগদু থানা সুত্রে জানা যায়, গাঁজাসহ আটককৃত ব্যক্তির ব্যাপারে লংগদু থানায় মাদক পাচারের দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ