রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৩৭, ১ আগস্ট ২০২২

লংগদুতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

লংগদুতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ মিজানুর রহমান বলেছেন, সরকার পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। এখানে যে সকল প্রকল্পের কাজ হচ্ছে তা খুবই  সুন্দরভাবে করা হচ্ছে বলে মন্তব্য করেন এবং আগামী দিনগুলোতেও এরকম ভালো কাজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (০১ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসক  মোঃ মিজানুর রহমান লংগদু উপজেলায় সরকারী সফরে এসে আটারকছড়া ও মাইনীমুখ ইউনিয়নের চলমান মুজিবর্ষের ঘরের কাজের তদারকি, ইউএনও অফিস পরিদর্শন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়  ও গাঁথাছড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা পরিদর্শন কালে তিনি এমন মন্তব্য করেছেন। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অাতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র), মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল উপস্থিত ছিলেন।