রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

লংগদু প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:১১, ২৯ সেপ্টেম্বর ২০২২

লংগদুতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

লংগদুতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) লংগদু উপজেলা সদরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বর্তমান প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করার মাধ্যমে প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে বক্তারা জানান।

প্রতিযোগীতায় ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিসহ পাঁচটি বিষয়ে প্রতিটি বিষয়ে ৩ জন করে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদয়ালয় চ্যাম্পিয়ন হয়। রাবেতা মডেল উচ্চ বিদয়ালয় রানারআপ ও উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদয়ালয় তৃতীয় স্থান হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়