রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১১:৩৯, ২৩ নভেম্বর ২০২০

বাজার থেকে নয়, ঘরেই তৈরি করুন নিমের সাবান 

বাজার থেকে নয়, ঘরেই তৈরি করুন নিমের সাবান 

ছবি: নিম পাতার তৈরি সাবান


বাজারে যে নানা রকম নিম সাবান পাওয়া যায়, সেগুলোতে কতটা সত্যিকারের নিম বা নিমের গুনাগুণ থাকে বলুন তো? সত্যি বলতে কি, থাকে না মোটেও। তাই ঘরেই তৈরি করতে পারেন এই নিমের সাবান। এটা তৈরি কিন্তু খুবই সহজ। তাছাড়া খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই সাবান।  
আপনার ঘরে থাকা সাধারণ সামগ্রী আর কয়েকটা নিম পাতা হলেই তৈরি করে ফেলা সম্ভব দারুণ একখানা নিম সাবান। এই সাবান মুখ সহ সম্পূর্ণ শরীরে ব্যবহার করতে পারবেন। জানেন তো, নিম সাবান ব্রণের সমস্যা ও ফুসকুড়ি দূর করে ত্বককে করে তোলে নিখুঁত ও দাগহীন।

শরীরের যেকোন খোস-পাঁচড়ার সমস্যাও দূর করে দেবে এই সাবান। চলুন তবে জেনে নেয়া যাক ঘরে কীভাবে নিমের সাবান তৈরি করবেন সে সম্পর্কে-  

উপকরণ: নিম পাতার রস আধা টেবিল চামচ, নিম এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা, লেবুর রস কয়েক ফোঁটা, অলিভ অয়েল এক টেবিল চামচ, সোপ বেজ আধা কাপ।

যদি সোপ বেজ খুঁজে না পান, তাহলে গ্লিসারিন বেজ বা যেকোনো সাবান নিলেই হবে। ঘরোয়া সাবান তৈরির জন্য বিদেশী 'পিয়ারস' সাবানটি ভালো। এটি ব্যবহার করলেই চলবে নিম সাবান তৈরির ক্ষেত্রে।

প্রণালী: প্রথমে নিম পাতা ভালো করে বেটে নিন কোনো পানি ছাড়া। এরপর নিমের রসটুকুন খুব ভালো করে ছেঁকে নিন। আমাদের কয়েক টেবিল চামচ ঘন নিমের রস হলেই চলবে। একটি হাঁড়িতে পানি নিয়ে তার উপর  একটি পরিষ্কার কাঁচের বাটি দিয়ে দিন। এটাকে বলে ডাবল ব্রয়লার। 

যেভাবে আমরা চকলেট গলিয়ে নিন, ঠিক সেভাবেই সাবান গলিয়ে নিন। সোপ বেজ বা সোপ সরাসরি আগুনের তাপে না দিয়ে এভাবে গলিয়ে নিলেই বেশি সুবিধা। কাঁচের বা সিরামিকের বাটি ব্যবহার করুন। স্টিল ও প্লাস্টিকের বাটি এড়িয়ে চলুন।

সোপ বেজ বা সাবান একটি পরিষ্কার গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিন এবং হাঁড়ির উপরে বসানো বাটিতে দিয়ে দিন। একটি কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে গলিয়ে নিন। সোপ বেজ সম্পূর্ণ গলে গেলে তাপ থেকে সরিয়ে নিন এবং দ্রুত অন্যান্য উপাদানগুলো মিশিয়ে দিন। ওপরে একটু ফেনার মতো উঠলে সেটা চামচ দিয়ে ফেলে দিন।

আপনার পছন্দ মতো যেকোনো ছাঁচে আগে থেকেই অলিভ অয়েল মেখে রাখুন। সমস্ত উপাদান মেশানো সোপ বেজ সেই ছাঁচে ঢেলে দিন। ঠান্ডা হতে দিন। ২৪ ঘণ্টা শেষ হবার আগেই দেখবেন তৈরি আপনার নিম সাবান! ছাঁচ থেকে বের করে সাধারণ সাবানের মতো ব্যবহার করুন।

আলোকিত রাঙামাটি