রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪৭, ১ আগস্ট ২০২১

আমড়ার মোরব্বা

আমড়ার মোরব্বা

আমড়ার মোরব্বা। ছবি: সংগৃহীত


এখন আমড়ার মৌসুম। বাজারে গেলেই আমড়া মিলবে। এ সময় অনেকে আমড়ার আচার বানান। কেউ আমড়া-ডালও পছন্দ করেন।  তবে আমড়ার মোরব্বা কখনো খেয়েছেন?

এই মোরব্বা বৃদ্ধ থেকে বাচ্চা সবারই পছন্দের। এটি খেতেও খুব সুস্বাদু। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক আমড়ার মোরব্বা তৈরির রেসিপিটি- 

উপকরণ: আমড়া ছয়টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ঘি দুই টেবিল চামচ, দারুচিনি দুই টুকরা, এলাচ তিনটি, চিনি দেড় কাপ নারকেলের দুধ এক কাপ।

প্রণালী: প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিন। এবার ফ্রাইপ্যানে পানি দিন। এতে আমড়া ও লবণ দিয়ে সিদ্ধ করুন। আরেকটি প্যানে ঘি দিন। এতে দারুচিনি, এলাচ, সিদ্ধ আমড়া ও চিনি দিয়ে রান্না করুন। সবশেষে নারকেলের দুধ ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আমড়ার মোরব্বা।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়