কাঁঠালে ফরমালিন, নানিয়ারচরে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড
মেহেরাজ হোসেন সুজনঃ-
আপডেট: ১৫:৪৮, ১৩ মে ২০২২

রাঙামাটির নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরমালিন মিশ্রিত কাঁঠাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলুর রহমান।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক স্থানীয় কাঁঠাল ব্যবসায়ী মোঃ শহিদকে নগদ ৩০ হাজার টাকার অর্থদণ্ড ও প্রায় ৫ শতাধিক কাঠাল ধ্বংস করা হয়।
অভিযানে নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।
মন্তব্য করুন: