রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১১:৪২, ১৯ মে ২০২২

ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন

ফলে ফরমালিন দেয়া জিরো টলারেন্স ঘোষণা করল নানিয়ারচর প্রশাসন

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে গেল সপ্তাহে এক অসাধু কাঠাল ব্যবসায়ীর প্রায় ৫ শতাধিক ফরমালিন যুক্ত ফল ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার কথার প্রসঙ্গে সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ ফজলুর রহমান বলেন, উপজেলায় অসাধু ব্যবসায়ীদের দ্বারা যেকোনো ফলে ফরমালিন যুক্ত করতে না পারে এতে জিরো টলারেন্স ঘোষণা ও এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল ধারাবাহিকভাবে এই বিষ মিশ্রিত ফরমালিন যুক্ত ফল খেলে ক্যান্সার আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় চেয়ারম্যান মেম্বার, হেডম্যান, কার্বাবীসহ সকলে প্রশাসনকে তথ্য দেয়ার আহবান জানান এবং সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ফজলুর রহমান’র সভাপতিত্বে সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর জোন সুদক্ষ দশের ওয়ারেন্ট অফিসার তোজাম্মেল হক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদারসহ আইন-শৃঙ্খলা সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করে বক্তব্য দেন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়