রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩৫, ১৮ জুন ২০২২

নানিয়ারচরে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে পর্যটকসহ আহত ৭

নানিয়ারচরে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে পর্যটকসহ আহত ৭

(খাগড়াছড়ি-রাঙামাটি) সড়কের নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকায় প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো খ ১৩-১৯৮৪ একটি পর্যটকবাহী প্রাইভেটকার সাজেকের উদ্দেশ্যে গমনের সময় ও খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা হতে (চট্টমেট্রো জ ০৪-০০৫১) বাসটি রাঙামাটির উদ্দেশ্যে রওনা করার সময় শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৩ জন যাত্রী ও প্রাইভেটকারে থাকা চালক ঢাকা সায়দাবাদ এর মোহাম্মদ আবু তাহের (২৬) পর্যটক মোঃ আবু, মোঃ রবিন, মোঃ সৌরভ, মোঃ অয়ন আংশিক আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানা হয়েছে।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার জানায়, এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনার পরিদর্শনে যায় এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় বাসের আংশিক ও প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এবং এ ঘটনার পর পরই বাসচালক ও বাসের হেলপার ঘটনা স্থান ত্যাগ করে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ