রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:৩৭, ৩ আগস্ট ২০২২

নানিয়ারচরে পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ

নানিয়ারচরে পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ

রাঙামাটির নানিয়ারচরে সম্পন্ন হলো ২ দিনব্যাপী উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির (ইউএনসিসি) পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট (বারটান) এবং লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের অডিটোরিয়াম কক্ষে (মঙ্গলবার ও বুধবার) দু’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা এবং ৩ আগষ্ট (বুধবার) নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান এর সমাপ্তি ঘোষণা করেন।

প্রশিক্ষণের লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের উপজেলা সমন্বয়ক রুনু চাকমার তত্বাবধানে মা ও শিশুর পুষ্টিগতযত্ন ও সেবা, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরী ও বয়স্কদের পুষ্টি, নিরাপদ খাদ্য, স্থানীয় প্রচলিত খাদ্যের প্রচলন, বাল্যবিবাহ ও প্রতিকার, জেন্ডার বৈষম্য, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে দুই দিনব্যাপী এই  প্রশিক্ষণে বক্তৃতা দেন বক্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়