রাঙামাটি । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ৪ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ আগস্ট ২০২২

আপডেট: ১৪:৪৪, ১৭ আগস্ট ২০২২

নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা অনুষ্ঠিত

নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচরে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

লীন প্রকল্পের আয়োজনে বুধবার (১৭ই আগস্ট) দুপুরে নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা।

এতে লীন প্রকল্পের নানিয়ারচর উপজেলা কো-অর্ডিনেটর রুনু চাকমার সঞ্চালনায় এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নূয়েন খীসা, সহকারী শিক্ষক রুপায়ন বড়ুয়া, জ্ঞান চাকমাসহ সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আলোচনা সভা শেষে মেলায় অংশ নেয়া ৫টি স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার দেওয়া হয়।