রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৩৫, ২৩ জানুয়ারি ২০২৩

নানিয়ারচর জোন কর্তৃক দুর্গম এলাকায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নানিয়ারচর জোন কর্তৃক দুর্গম এলাকায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নানিয়ারচর জোন কর্তৃক দুর্গম এলাকা জুরাপ্পাপাড়ায় অবস্থিত আলোকিত তৈন্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি উক্ত এলাকার গরীব অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।


এ সময় জোন কমান্ডার, লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি) নানিয়ারচর জোন উক্ত স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, খাতা-কলম এবং পেন্সিল) বিতরণের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষিকা, মেম্বার, হেডম্যান এবং কারবারীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এই মানবিক কর্মকাণ্ড স্থানীয় জনসাধারণের নিকট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা অর্জন করে।

নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্কুল ছাত্র-ছাত্রী এবং জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়