রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:২০, ৩১ মে ২০২৩

আপডেট: ১৬:২৪, ৩১ মে ২০২৩

নানিয়ারচরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

নানিয়ারচরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন, বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে তামাকমুক্ত দিবস পালন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা প্রধান অতিথির বক্তব্যে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইউপি প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ইউপি সদস্যরা।

বক্তারা তামাক চাষে পাহাড়ি মাটির ক্ষতিকর দিকগুলো বিষয়ে আলোচনা করেন। এবং এই তামাক চাষ হতে মানুষকে বিমুখ করণে বিভিন্ন পদক্ষেপের বিষয়েও আলোচনা করেন। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ