রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

ব্রেকিং

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব : কাপ্তাইয়ে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাপার্বত্যাঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে : বীর বাহাদুর ঊশৈসিং এমপিসাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণকাপ্তাই হ্রদে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরুকেএনএফ প্রধান নাথান বমের স্ত্রী ‘নিখোঁজ’সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, পরিচয় মিলেছে ২ জনের!তীব্র তাপদাহ: জনগণকে সচেতন করতে প্রচারণায় নেমেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগকাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিটের ৪টিই বন্ধ, উৎপাদন কমে ৩০ মেগাওয়াট

স্বাস্থ্য ডেস্কঃ-

প্রকাশিত: ১২:০২, ২৮ জানুয়ারি ২০২২

সর্ষের মধ্যেই লুকিয়ে আছে যত সমস্যার সমাধান

সর্ষের মধ্যেই লুকিয়ে আছে যত সমস্যার সমাধান

সর্ষে। ছবি: সংগৃহীত


রান্নার স্বাদ বাড়াতে আস্ত সর্ষের ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে। সর্ষে ইলিশ তেমনি একটি রেসিপি, যা খুবই পরিচিত। এছাড়াও সর্ষে দিয়ে বিভিন্ন পদ রান্না হয়ে থাকে। যা সবারই ভীষণ পছন্দের। এছাড়াও রান্নার স্বাস্থ্যকর তেল হিসেবেও বেশ জনপ্রিয়তা রয়েছে সর্ষের তেলের। শুধু রান্নাতেই নয়, ত্বক ও চুলের সুরক্ষায়ও অনেকেই সর্ষের তেলে ভরসা রাখেন।  

জানেন কি সর্ষে শুধু স্বাদ, ত্বক ও চুলের খেয়ালই রাখে না, শরীরের সার্বিক সুস্থতার জন্যেও সর্ষে ভীষণ উপকারী। বিভিন্ন রোগ থেকে বাঁচতে সর্ষে দারুণভাবে উপকার করে থাকে। কীভাবে? চলুন তবে জেনে নেয়া যাক- 

অকাল বার্ধক্য ঠেকাতে

ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ সর্ষে ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে।

ত্বক আর্দ্র রাখতে

প্রতিটি ঋতুতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সর্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ত্বকের অবাঞ্ছিত ব্রণ তাড়াতেও সর্ষে কাজে আসতে পারে।

ক্যান্সার প্রতিরোধে

সর্ষের বীজে রয়েছে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনোজের মতো যৌগ উপাদান।তা শরীরে ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

মাথাব্যথা উপশমে

ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সর্ষে মাইগ্রেন বা মাথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। সর্ষে স্নায়ুতন্ত্রকে প্রশমিত রাখে। শরীরের অন্যান্য অংশের ব্যথা কমাতেও সাহায্য করে।

হজমে সাহায্য করে

সর্ষে পরিপাক ক্রিয়ার জন্যেও খুব ভালো। বদহজমের সমস্যায় ভুগে থাকলে সর্ষে খুবই উপকারী হতে পারে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি দেয়। খাবার দ্রুত হজম করতে সাহয্য করে সর্ষে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়