রাঙামাটি । বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ , ১৩ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:২৫, ১৬ আগস্ট ২০২২

নানিয়ারচরে চলাচলের রাস্তার পাশ ঘেঁষে পাহাড় কাটায় অর্থদণ্ড

নানিয়ারচরে চলাচলের রাস্তার পাশ ঘেঁষে পাহাড় কাটায় অর্থদণ্ড

পাহাড়ি জনপদের চলাচলের রাস্তার পাশ ঘেঁষে পাহাড় কেটে চলেছেন রাঙামাটির নানিয়ারচরের ইসলামপুর এলাকার ইউসুফ আকনের ছেলে মোঃ শাহজাহান (৩০)। বিষয়টি জানতে পেরে এর তদন্ত সাপেক্ষে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারা মোতাবেক ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পাহাড়কাটা ও এর ভয়াবহতাসহ শাস্তি বিষয়ে সচেতন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহোযোগিতা করেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদারসহ পুলিশ অফিসার ও সদস্যরা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ