রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

রাঙামাটি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৯:৩৩, ১ জানুয়ারি ২০২০

রাঙামাটির দূর্গম বিলাইছড়িতে বই উৎসব অনুষ্ঠিত

রাঙামাটির দূর্গম বিলাইছড়িতে বই উৎসব অনুষ্ঠিত

রাঙামাটির দূর্গম বিলাইছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পাংখোয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। 

বুধবার (১ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব এর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা সহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা।

বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, শিক্ষিত জনগোষ্ঠী দেশ ও জাতির সম্পদ। আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে নতুন প্রজন্মের সুপ্ত মেধা বিকাশে সৃজনশীল কর্মকান্ড ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দেয়া’সহ সব ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকে ভূমিকা রাখতে হবে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়