রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রকাশিত: ১৭:০৫, ১৬ মে ২০২০

রাঙামাটির বিলাইছড়িতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বৌদ্ধ বিহারে আগুন 

রাঙামাটির বিলাইছড়িতে পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বৌদ্ধ বিহারে আগুন 

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বৌদ্ধ বিহার। ছবি: আলোকিত


নিজস্ব প্রতিবেদকঃ- রাঙামাটির বিলাইছড়িতে ধূপশীল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহার) এ আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে পিসিজেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসীরা।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টার সময় বিলাইছড়ি উপজেলাধীন ১নং বিলাইছড়ি ইউনিয়নের (৭নং ওয়ার্ড) ধূপশীলপাড়া এলাকায় ড. এফ. দীপংকর ভান্তে পরিচালিত ধুপশীল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহার) এ পিসিজেএসএস (সন্তু)’র ১০ জনের সশস্ত্র সন্ত্রাসীর একটি দল এসে আগুন লাগিয়ে দিলে উক্ত ভাবনা কেন্দ্রের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ভাবনা কেন্দ্রে থাকা জনবলের কোন ক্ষতি না হলেও আগুনে আনুমানিক ৪৫/৪৭ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। 



এদিকে ড. এফ. দীপংকর একজন বাঙ্গালী ভান্তে হওয়ার কারনে পিসিজেএসএস (সন্তু)’র সাথে উক্ত ভাবনা কেন্দ্রটি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। তাই পিসিজেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসীরা ধূপশীল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহার) এ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে জানা যায়।

উল্লেখ্য যে, গত (২১ মার্চ) ২০১৮ তারিখে এই ভাবনা কেন্দ্রটি তৈরি কে কেন্দ্র করে ড. এফ. দীপংকর এর অনুসারীদের উপরে পিসিজেএসএস (সন্তু)’র সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ চালালে সাতজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়