রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙামাটি:

প্রকাশিত: ১৩:৫৩, ১ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

বাঘাইছড়িতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্শন) এর প্রধান শিক্ষিকা মোছাঃ ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন বই বিতরণ উৎসব  অনুষ্ঠিত হয়।

বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাদিম সারোয়ার,বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী আব্দুল শুক্কুর আলী মিয়া। সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন প্রমুখ।

বই বিতরণ অনুষ্ঠানে ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাদিম সারোয়ার, ছাত্র ও ছাত্রীদের উদ্দেশে বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি ততই বেশী উন্নত। তিনি আরো বলেন, আল্লাহ পাক আমাদের কে সমান আকারে সৃষ্টি করেছে, পৃথিবীতে আসার পর নিজের ইচ্ছা শক্তি দিয়ে যারা লেখাপড়া করে, তারা অবশ্যই ভাল ছাত্র/ছাত্রী হিসাবে পরিনত হয়।

তাই আমি তোমাদের কে যে উপদেশ দেই, তোমরা নিয়মিত বই পড়বে তাহলে তোমরা ভাল ছাত্র/ছাত্রী হিসাবে পরিনত হবে, তোমরাই আগামি দিনের ভবিষ্যৎ। একই সময় বর্নিত উপজেলার সকল প্রথমিক বিদ্যালয়ে বই উৎস ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোকিত রাঙামাটি