রাঙামাটি । বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ , ৩ বৈশাখ ১৪৩১

আলোকিত রাঙামাটি ডেস্কঃ-

প্রকাশিত: ১৭:০০, ৯ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩০ নভেম্বর ১৯৯৯

সাবমেশিনগানের ৯৯০ রাউন্ড গুলিসহ ২জন উপজাতী যুবক আটক  

সাবমেশিনগানের ৯৯০ রাউন্ড গুলিসহ ২জন উপজাতী যুবক আটক  

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আঞ্চলিক সন্ত্রাসীদের জন্য আনা সাবমেশিনগানের গুলিসহ ২জন উপজাতী যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে বাঘাইহাটের নার্সারি পাড়া এলাকায় বাঘাইহাট পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে গুলির চালানসহ কর্ণ মোহন ত্রিপুরা (২৬) ও সাগর ত্রিপুরা (২৬) কে  পুলিশের একটি টিম তাদের আটক করা হয়। এসময় তাদের মোটর সাইকেল ও ব্যাগ তল্লাশী করলে ৯৯০ রাউন্ড গুলি পাওয়া যায়।

এই বিষয়ে পুলিশের এসআই এনায়েত হোসেন বলেন, সকালে সাজেক থানার ওসি স্যার ফোন করে বলে আমাদের কাছে গোপন তথ্য রয়েছে খাগড়াছড়ি হ-১১৪৭৯১ মোটরসাইকেলে করে গুলির চালান নিয়ে যাচ্ছে, তাদের আটক কর। তার পরপরেই চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয় বলে তিনি জানান।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা বলেন, এই চালানটি ভারতের মিজোরামের শীলছড়ি থেকে আনা হয়েছে এবং এই চালানটি খাগড়াছড়ি একটি আঞ্চলিক সংঘটনের জন্য নিয়ে যাচ্ছিল। তবে কোন সংগঠনের জন্য নিয়ে যাচ্ছে তা এখনো তারা স্বীকার করেনি।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন মামলার পক্রিয়াধীন চলছে বলে জানা যায়।

আলোকিত রাঙামাটি