রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১০:০০, ২৩ ডিসেম্বর ২০২০

কাউখালীতে থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কাউখালীতে থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

।। কাউখালী প্রতিনিধি ।। মাদক, নারী নির্যাতন, জঙ্গীবাদ, বাল্য বিবাহ রোধ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাউখালী উপজেলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা করেছে কাউখালী থানা পুলিশ।

কাউখালী থানার এস আই আব্দুল আওয়াল এর নেতৃত্বে মঙ্গলবার (২২ ‍ডিসেম্বর) কাউখালী থানা পুলিশের আয়োজনে কাউখালী উপজেলার কচুখালী বিটএ উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, কাউখালী থানার এ এস আই নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা বলেন, সমাজের নারী ধর্ষণ ও নির্যাতন সহ সকল অপরাধমূলক কাজ প্রতিরোধ করা সম্ভব হবে সমাজের মানুষ সচেতন হলে। তাই ধর্মীয়, সামাজিক, সংস্কৃতির আলোকে প্রত্যকে ধর্মের মানুষকে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ গড়ে তোলাই এই সভার লক্ষ্য।

আলোকিত রাঙামাটি