রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১২:০৫, ২৬ ডিসেম্বর ২০২০

কাউখালীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কাউখালীতে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

।। কাউখালী প্রতিনিধি ।। রাঙামাটির কাউখালী উপজেলায় গরীব, অসহায় শীতার্ত শিশু ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাঙামাটি জোন সমুন্নত বিশের আয়োজনে এবং কাউখালী ক্যাম্পের বাস্তবায়নে কাউখালী উপজেলা পরিষদের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

কাউখালী ক্যাম্প কমান্ডার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো: শফিকুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন।

এ সময় কাউখালী উপজেলার পাহাড়ী বাঙালী গরীব ও অসহায় ৪০ জনের মাঝে শীতের কম্বল ৮০ জন শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা অসহায় গরীব ও দুস্থ পরিবারের সদস্যরা লাইনে দাঁড়িয়ে এই শীতবস্ত্র গ্রহণ করে। 

এ সময় কাউখালী ক্যাম্প কমান্ডার জানান, সেনাবাহিনী পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবাও কাজ করে যাচ্ছে।

আলোকিত রাঙামাটি