রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নিউজ ডেস্কঃ-

প্রকাশিত: ১৬:৪৯, ৯ জানুয়ারি ২০২১

ঘাগড়া বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঘাগড়া বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- ঘাগড়া বাতিঘর ফাউন্ডেশন অসহায় ও দরিদ্র মানুষের পাশে সব সময় আছে এবং থাকবে বলে মন্তব্য করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ২ বছর ধরে বাতিঘর ফাউন্ডেশন পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। তারই আলোকে পাহাড়ের শীতার্ত পাহাড়ী-বাঙ্গালী দরিদ্র শ্রেণীর মানুষের ঘরে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারী) ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘাগড়া বাতিঘর ফাউন্ডেশন কর্তৃক এলাকায় অসহায় ও দুস্থ ১০৬ পরিবারে শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনের নেতৃবৃন্দ এই কথা বলেন।

শীতবস্ত্র বিতরণকালে ফাউন্ডেশনের আহবায়ক বিপুল চাকমা, সদস্য সচিব বাবুর্শে মার্মা, সদস্য চন্দ্রা দেওয়ান, স্বর্ণসেন চাকমা, প্রকৌশলী পল্লব চাকমা সহ এলাকার শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় পুরো ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

আলোকিত রাঙামাটি

সম্পর্কিত বিষয়: