রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:০০, ৪ এপ্রিল ২০২১

রাজস্থলীতে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজস্থলীতে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধিঃ- সাড়াদেশে বাড়ছে করোনা সংক্রমণ। এরপরও রাজস্থলীতে কোথাও কোন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সব জায়গায় নো মাস্ক নো সার্ভিস লেখা থাকলেও বাস্তবতার সাথে কোন মিল নেই। এ পরিস্থিতিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজস্থলীতে ফের অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে রাজস্থলী বাজার, নারামুখ পাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার শেখ ছাদেক। অভিযানকালে মাস্ক না পরে পকেটে ঝুলিয়ে রাখা, স্বাস্থ্যবিধি না মানা মানুষদের সতর্ক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনধারণকে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন। তিনি বলেন, মানুষের মাস্ক পরিধান নিয়ে সচেতনতা বাড়াতে ফের ভ্রাম্যমান আদালত শুরু করেছেন। এটি চলমান থাকবে। সবাইকে আরো সতর্ক থাকতে হবে।

এদিকে, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাস্কবিহীন পথচারীদের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। এ সময় থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ