রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:৩৯, ৭ এপ্রিল ২০২১

কাউখালীতে টিসিবির ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয়

কাউখালীতে টিসিবির ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয়

।। কাউখালী প্রতিনিধি ।। পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় কাউখালী উপজেলায় প্রথম বারের মত ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রয় শুরু করেছে টিসিবি।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে কাউখালী উপজেলা মাঠে এই বিক্রয় শুরু হয়। প্রতি সাপ্তাহে দুই দিন বিক্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

করোনা ক্রান্তিকালে নিম্ন আয়ের পাশাপাশি বেকায়দায় থাকা মধ্য আয়ের মানুষরাও এখন টিসিবির পণ্য সামগ্রী সংগ্রহ করছেন।

খোলাবাজারে ট্রাকে করে বিক্রি করা এসব খাদ্যপণ্য স্বল্পমূল্যে পেতে ভিড় করছে শত শত নারী-পুরুষ। টিসিবি থেকে ১ কেজি মসুর ডাল ৫৫ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা, ১ লিটার সয়াবিন তেল ১০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা, ১ কেজি ছোলা ৫৫ টাকা এবং খেজুর ১ কেজি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

আলোকিত রাঙামাটি