রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:৪৭, ৮ জুন ২০২১

লংগদু ইউনিয়নে মৎস্য ভিজিএফ চাল বিতরণ

লংগদু ইউনিয়নে মৎস্য ভিজিএফ চাল বিতরণ

।। লংগদু প্রতিনিধি ।। কাপ্তাই হ্রদে তিন মাস মৎস্য শিকার বন্ধ থাকাকালীন সময় রাঙামাটির লংগদু উপজেলার ৭নং লংগদু সদর ইউনিয়নে দুস্থ জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) লংগদু সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ২৪০ জন দুস্থ জেলেদের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ২০ কেজি হারে চাল বিতরণ করা হয়।

ট্যাগ অফিসার হিসেবে লংগদু উপজেলা পল্লীউন্নয়ন (আরডিবি) কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে এই চাল বিতরণ করেন।

এ সময় উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী আব্দুল কুদ্দুস ও লংগদু ইউপি সচীব নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন ও মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রতিবছর ১ মে হতে পরবর্তী তিন মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য শিকার, আহরণ ও বিপনন সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেন।

এ সময় সরকার নিবন্ধনকৃত সকল মৎস্যজীবী সদস্যদের খাদ্য সহায়তা হিসেবে মৎস্য ভিজিএফ দিয়ে খাদ্য সহায়তা দিচ্ছে।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়