রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২০:৫৭, ১৭ জুন ২০২১

‘প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন’

‘প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন’
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো তৃণমূল মানুষের সেবা করা। এরই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্পৃতি ও উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে। 

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০ হাজার করে মোট আড়াই লক্ষ টাকার ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি) এসব কথা বলেন।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলাইমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি