রাঙামাটি । বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:১০, ২১ জুন ২০২১

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল সম্পন্ন

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল সম্পন্ন
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২০-২০২১ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুন) বিকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে- রাঙামাটি মারী স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২০-২০২১ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার  (ডিএসবি) মো: মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মামুন মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ।

সমাপনী খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) রাঙামাটি সদরকে ১-০ গোলে পরাজিত করে রাঙামাটি পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) জুরাছড়ি উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কাউখালী উপজেলা।

আলোকিত রাঙামাটি