রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১৫:১৬, ২২ জুন ২০২১

‘পড়াশোনা ও অন্যান্য কাজের পাশাপাশি নারীদের আত্মকর্মী হতে হবে’

‘পড়াশোনা ও অন্যান্য কাজের পাশাপাশি নারীদের আত্মকর্মী হতে হবে’
ছবি ঃ আলোকিত রাঙামাটি

নানিয়ারচর প্রতিনিধিঃ- পড়াশোনা ও অন্যান্য কাজের পাশাপাশি নারীদের আত্মকর্মী হিসেবে তৈরী করে নিতে হবে এবং কোন প্রকার প্রাপ্য সরকারি সেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে নিজেদেরও খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কেংগালছড়ি এলাকায় উচ্চ কেংগাল ছড়ি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) তথ্য কেন্দ্র নানিয়ারচর উপজেলার উদ্যোগে মঙ্গলবার (২২ জুন) উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । 

এ সময় নানিয়ারচর উপজেলা তথ্য আপা মুন্নি দত্তের সভাপতিত্বে ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রফিকুল ইসলাম (তদন্ত) ও ৭১ টিভি নানিয়ারচর উপজেলা সংবাদদাতা মেহেরাজ হোসেন সুজন সহ প্রমূখ।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়