রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৪:১৭, ২৩ জুন ২০২১

নানিয়ারচরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নানিয়ারচরে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পার্বত্য রাঙামাটি জেলার দূর্গম নানিয়ারচর উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঘর পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (২৩ জুন) বুধবার সকালে গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এ সময় উপজেলা জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাইয়ুম হোসেন প্রমুখ।

 

 


পরবর্তীতে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে, উপজেলার কর্মরত অফিসার ও জনপ্রতিনিধিদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নির সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমাসহ প্রমুখ।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ