রাঙামাটি । শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৮:৫৩, ২৩ জুন ২০২১

কাউখালীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

কাউখালীতে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধিঃ- কাউখালী উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে এমন ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষদের ঘরে-ঘরে গিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্হান করার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক মাইকিং করেছে কাউখালী উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিট।

বুধবার (২৩ জুন) সকালে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে এই জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা রেড-ক্রিসেন্ট শাখার দলনেতা মো: রবিউল ইমাদ, জনসংযোগ বিভাগীয় প্রধান রিদুয়ান হোসেন, প্রশিকক্ষ বিভাগীয় প্রধান শিবলু রহমান, যুব সদস্য উচাইথিন মারমা থিন ও পারভেজ মোশারফ।

দলনেতা রবিউল ইমাদ জানান, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানার নির্দেশনায় দুর্যোগকালীন সময়ে কাউখালী উপজেলায় ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরত জনসাধারণ যাতে কোন ভাবেই ঝুঁকির সমুক্ষিণ না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে কাউখালী উপজেলার সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় উক্ত কার্যক্রম পরিচালনা করার জন্য।

 

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়