রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:৫১, ২৬ জুন ২০২১

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের বাদ্যযন্ত্র বিতরণ

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের বাদ্যযন্ত্র বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য জেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৬ জুন) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাঘাইছড়ি উপজেলা পরিষদ এর আয়োজনে, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। 

এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১× তবলা ছোট, ১× হারমুমিয়াম, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরে ১× নাল বিতরণ করেন, মোট ২৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ৬টি মন্দিরে এসব সাংস্কৃতিক বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, প্রথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ সহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ব্যাক্তি, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীগণ প্রমুখ।

আলোকিত রাঙামাটি