রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৩১, ২৮ জুন ২০২১

বাঘাইছড়িতে করোনা ঠেকাতে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন

বাঘাইছড়িতে করোনা ঠেকাতে কঠোর হচ্ছে উপজেলা প্রশাসন
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম সোমবার (২৮ জুন) সকাল থেকেই উপজেলার বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান বন্ধ ঘোষণা করে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পাশাপাশি মাস্ক বিহীন ঘুরাঘুরি করা পথচারীদের জরিমানার আওতায় আনা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাইকিং করে জনসাধারণকে সচেতন ও সতর্ক করা হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পজিটিভ ২১ পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা পাঠানো হয়। ঔষধ, মুদি দোকান ও কাঁচা তরকারি বাজার এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

আলোকিত রাঙামাটি