রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৪৪, ২৯ জুন ২০২১

রাঙামাটিতে করোনার ঊর্ধ্বগতি: আক্রান্ত ৭ রোগীর বাড়িতে লাল পতাকা

রাঙামাটিতে করোনার ঊর্ধ্বগতি: আক্রান্ত ৭ রোগীর বাড়িতে লাল পতাকা
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

রাঙামাটি (সদর) প্রতিনিধিঃ- রাঙামাটিতে করোনা আক্রান্ত ৭ রোগীর বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯ জুন) সকালে নতুন করোনা আক্রান্ত ৭ জন রোগীর বাড়ি চিহ্নিত করে তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান এবং মো: সোহাইব।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‍‍‌‌‌‌‌‌‌‌করোনায় আক্রান্ত হলে ঘাবড়ানোর কোন কারণ নেই। শুধু স্বাস্থ্যবিধি ও ডাক্তারের পরামর্শ মেনে চললে দ্রুত সুস্থ হয়ে যাওয়া সম্ভব। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি থেকে বের না হয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা সহ জরুরি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারকে আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের নম্বরে ফোন দেয়ারও আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, রাঙামাটির চারটি উপজেলার আরও ৯ জন রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, রাঙামাটি জেলায় গত (২৮ জুন) ১৬ জন এবং গত (২৭ জুন) ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 
 

 

আলোকিত রাঙামাটি