রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৬:৩০, ২৯ জুন ২০২১

বাঘাইছড়িতে জরুরী বৈঠক, অফিসার্স ক্লাবকে আইসোলেশন সেন্টার ঘোষণা 

বাঘাইছড়িতে জরুরী বৈঠক, অফিসার্স ক্লাবকে আইসোলেশন সেন্টার ঘোষণা 
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরী বৈঠকে বসেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জায়াচ চাকমা।

বৈঠকে ডাঃ ইফতেখার আহম্মেদ বলেন, উপজেলায় আশংকা জনক হারে করোনা ছড়িয়ে পড়েছে। করোনা ছড়িয়ে পড়ার পেছনে কারন হিসেবে তিনি বলেন, লোকজন অসুস্থতার কথা গোপন করে চলার চেষ্টা করে তাই তার মাধ্যমে তার পরিবার ও আশপাশের মানুষের মাঝে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই প্রত্যেককে আরো সতর্ক হতে হবে। অন্যথায় করোনা মহামারির আকার ধারণ করবে। এছাড়া আমাদের অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সংকট রয়েছে।

পরে বৈঠকে সকলের সিন্ধান্ত মতে উপজেলার অফিসার্স ক্লাবকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হয়।
 

আলোকিত রাঙামাটি

সর্বশেষ