রাঙামাটি । বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ২৫ বৈশাখ ১৪৩১

রাজস্থলী প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৩, ১ জুলাই ২০২১

রাজস্থলীতে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

রাজস্থলীতে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন
লকডাউন কার্যকর করতে রাজস্থলীতে মাঠে রয়েছে প্রশাসন

রাজস্থলী প্রতিনিধিঃ- কঠোর লকডাউন কার্যকর করতে বৃহস্পতিবার (১ জুলাই) প্রথমদিনে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসন সকাল থেকে মাঠে রয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও রাজস্থলী সাবজোন কমান্ডার মেজর মোহাম্মদ মনজুর হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি সামসুল আলম, বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

এদিকে, প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শেখ ছাদেক বলেন, সচেতন হওয়া এবং ঘরের বাহিরে না যাওয়ার জন্য মানুষকে বুঝানো হচ্ছে। আগামীকাল থেকে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে।

আলোকিত রাঙামাটি