রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৪:৫৩, ২ জুলাই ২০২১

করোনাভাইরাস: নানিয়ারচরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

করোনাভাইরাস: নানিয়ারচরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন
নানিয়ারচরে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

নানিয়ারচর প্রতিনিধিঃ- সরকার ঘোষিত লকডাউন কার্যকর ও করোনা প্রতিরোধে করোনা ভাইরাসের সূচনা লগ্ন হতে বেসামরিক প্রশাসন কে সহায়তা করে আসছে আইন-শৃঙ্খলা বাহিনী।

তারই ধারাবাহিকতায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

লকডাউনের ১ম দিনের মতই সকাল থেকেই কঠোর লকডাউন বাস্তবায়ন করার লক্ষে উপজেলার সড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী-পুলিশ কমকর্তা ও সদস্যদের উপস্থিতি দেখা যায়। 

পাশাপাশি লকডাউন জোরদার করতে (২ জুলাই) শুক্রবার সকাল হতে দুপুর পর্যন্ত নানিয়ারচর উপজেলা নির্বাহি অফিসার শিউলি রহমান তিন্নি উপজেলার বিভিন্ন বাজারে ও সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। 

এ সময় কোভিড-১৯ দণ্ডবিধি ১৮৬০ আইনের ২৬৯ এর ধারা মোতাবেক লকডাউন অমান্য ও মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে ব্যবসায়ী ও পথচারী ৮ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

আলোকিত রাঙামাটি