রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৫:৫২, ৪ জুলাই ২০২১

করোনাভাইরাস: চতুর্থ দিনেও কঠোর অবস্থানে নানিয়ারচর প্রশাসন

করোনাভাইরাস: চতুর্থ দিনেও কঠোর অবস্থানে নানিয়ারচর প্রশাসন

নানিয়ারচর প্রতিনিধিঃ- সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনের চতুর্থ দিন আজ। কঠোর লকডাউনে প্রতিদিনের ন্যায় আজও রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কঠোর অবস্থানে র‍য়েছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অ্যাকশন।

লকডাউন জোরদার করতে (৪ জুলাই) রবিবার সকাল হতে দুপুর পর্যন্ত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি উপজেলার টিএন্ডটি, সদর বাজার, বুড়িঘাট, ইসলামপুর, বগাছড়ির বিভিন্ন বাজারে ও সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

এ সময় নানিয়ারচর থানা এস আই মোঃ মাহাবুব হোসেন ও সাজ্জাদ হোসেন সহ পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

এ সময় কোভিড-১৯ দণ্ডবিধি ১৮৬০ আইনের ২৬৯ এর ধারা মোতাবেক লকডাউন অমান্য ও মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে ব্যবসায়ী ও পথচারী ৭ জনকে ৭ শত" টাকা জরিমানা করা হয়।

এছাড়া, লকডাউন বাস্তবায়ন করার লক্ষে উপজেলার সড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী-পুলিশ কমকর্তা ও সদস্যদের উপস্থিতি দেখা যায়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ