রাঙামাটি । বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:৪৬, ৫ জুলাই ২০২১

লকডাউনে বিদ্যুৎ ভোগান্তিতে নানিয়ারচরের তিন শতাধিক পরিবার

লকডাউনে বিদ্যুৎ ভোগান্তিতে নানিয়ারচরের তিন শতাধিক পরিবার

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- নানিয়ারচর উপজেলা সদর, টিলাপাড়া, মসজিদ কলোনি, নিচের বাজার এর প্রায় ৩ শতাধিক পরিবার ভুগছে বিদ্যুৎহীনতায়। ভোগান্তিতে অতিষ্ঠ জনসাধারণ।

স্থানীয়রা বলছেন, গত (৩ জুলাই) শনিবার রাতভর লোডশেডিং ও বিদ্যুৎ ভোল্ট ত্রুটি বিচ্যুতি দেখা দিলে (৪ জুলাই) রবিবার সকাল হতে নানিয়ারচর প্রাথমিক বিদ্যালয়ের এর সামনের ট্রান্সফর্মারে সংযুক্ত সকল জায়গায় বিদ্যুৎ চলে যায়। এদিকে রেফ্রিজারেটর অচল থাকা, ডিপ টিউবওয়েল থেকে পানি উঠাতে না পারায় লকডাউনে ভোগান্তির সীমা যেন কোনভাবে কমতি নেই জনমানুষের। 

এদিকে ভুক্তভোগী জনসাধারণ ফেইসবুক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে ভোগান্তির মুক্তি কামনায় যথা সম্ভব বিদ্যুৎ সরবারাহের জন্য অনুরোধ জানাচ্ছে।

মহাল ছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আবাসিক প্রকৌশলী) কর্মকর্তা প্রতিবেদক কে মুঠোফোনে জানিয়েছেন, বিদ্যুৎ না থাকার কারণ হচ্ছে ট্রান্সফরমার টি রবিবার সকালেই নষ্ট হয়েছে। আমরা রবিবার দুপুরে খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি এবং যথা সম্ভব পুনরায় ট্রান্সফরমার বসানোর কাজ অতি শীঘ্রই করা হবে।

আলোকিত রাঙামাটি