রাঙামাটি । শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১৩:০৬, ৫ জুলাই ২০২১

নানিয়ারচরে লকডাউনের ৫ম দিনেও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি

নানিয়ারচরে লকডাউনের ৫ম দিনেও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

নানিয়ারচর প্রতিনিধিঃ- সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের পঞ্চম দিনেও কড়া নজরদারি চলছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর।

লকডাউনে প্রতিদিনের ন্যায় আজও নানিয়ারচর উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের। দেখা যায়নি খুব একটা যানচলাচল ও জন মানুষের জমায়েত। 

সোমবার (০৫ জুলাই) সকাল থেকে উপজেলার সদর, বৌবাজার, ইসলামপুর, ঘিলাছড়ি, বগাছড়ি, টিএন্ডটি, বেতছরির বিভিন্ন বাজার ও সড়কের মোড়ে সেনা, পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের টহল করতে দেখা যায়।

লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলার বিভিন্ন বাজার ও সড়কে মাইকিং প্রচারণা চালায় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।

এ সময় নানিয়ারচর থানা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত রাঙামাটি

জনপ্রিয়