রাঙামাটি । শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ , ৫ বৈশাখ ১৪৩১

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২১:১৯, ৫ জুলাই ২০২১

৩৩৩ নম্বরে ফোন, দূর্গম সাজেকে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও

৩৩৩ নম্বরে ফোন, দূর্গম সাজেকে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন ইউএনও
ছবি:- আলোকিত রাঙ্গামাটি 

ওমর ফারুক সুমন (বাঘাইছড়ি) প্রতিনিধিঃ- সারাদেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতেও কঠোর লকডাউন পালিত হচ্ছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানচলাচল বন্ধ থাকায় পরিবারের ৮ সদস্যকে নিয়ে চরম বিপাকে পড়েন উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের সিজুগ ছড়া গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মুক্ত বিকাশ চাকমা।

খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন জরুরী সহায়তা নম্বর ৩৩৩ নম্বরে। ফোন পেয়েই ঢাকা থেকে যোগাযোগ করা হয় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে। খুদে বার্তায় জানানো হয় খাদ্য সহায়তা চাওয়ার বিষয়টি। বার্তা পাওয়ার সাথে সাথে মুক্ত বিকাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। সিজুগ ছড়া এলাকাটি দূর্গম হওয়ায় মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকায় দুইদিন পর স্থানীয় সাংবাদিক ওমর ফারুক (সুমনের) সাহায্যে মুক্ত বিকাশ চাকমার সঙ্গে কথা বলে সোমবার (৫ জুন) বিকাল ৪টায় সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলসন চাকমা নয়নের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেন। খাদ্য সহায়তা পেয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান মুক্ত বিকাশ চাকমা। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামকেও  ধন্যবাদ জানান।

আলোকিত রাঙামাটি