রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

নানিয়ারচর প্রতিনিধিঃ-

প্রকাশিত: ১০:১৯, ৭ জুলাই ২০২১

নানিয়ারচরে সাপ্তাহিক হাটের দিনে লকডাউন জোরদারে মাঠে প্রশাসন

নানিয়ারচরে সাপ্তাহিক হাটের দিনে লকডাউন জোরদারে মাঠে প্রশাসন
ছবিঃ আলোকিত রাঙ্গামাটি

মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচরঃ- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রশাসন। লকডাউন জোরদারের লক্ষ্যে অব্যাহত রয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বুধবার (৮ জুলাই) সাপ্তাহিক হাটের দিনে জনসমাগম বন্ধের লক্ষ্য সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি উপজেলার সাপ্তাহিক হাট বাজার মনিটরিং করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, নানিয়ারচর থানা ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সেনা-পুলিশ সদস্য প্রমুখ। 

হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় লকডাউন অমান্য করে ইলেকট্রনিক ও বিকাশের দোকান খোলা থাকায় কোভিড-১৯ দণ্ডবিধি ১৮৬০ আইনের ২৬৯ এর ধারায় এক ব্যবসায়ী কে ৫শত’ টাকা জরিমানা করা হয়।

আলোকিত রাঙামাটি

সর্বশেষ