রাঙামাটি । শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ-

প্রকাশিত: ২৩:৩৯, ৮ জুলাই ২০২১

এগিয়ে চলছে পুরানবস্তী-ঝুলিক্কা ব্রীজের শেষ মুহুর্তের কাজ

এগিয়ে চলছে পুরানবস্তী-ঝুলিক্কা ব্রীজের শেষ মুহুর্তের কাজ
ছবি:- আলোকিত রাঙ্গামাটি

ইমতিয়াজ ইমন (সদর) প্রতিনিধিঃ- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দীর্ঘ প্রতিক্ষার পুরানবস্তী ঝুলিক্কা ব্রীজের শেষ মুহুর্তের কাজ এগিয়ে চলছে। আজ পুরাতনবস্তী এলাকায় এপ্রোসের ঢালাই কাজ শেষ হয়েছে। আগামী কয়ে দিনের মধ্যে মুল সংযোগ মহসিন কলোনীর এপ্রোসের ঢালাই কাজ শুরু হবে। দীর্ঘ দিনের এই ব্রীজ নির্মাণে ব্যয় করা হচ্ছে  প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে ব্রীজের ঢালাই কাজের তদারকি  করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চঃ) তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা। এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার মোঃ শাওয়াল উদ্দিন সহ অন্যান্য পুরাতন বস্তীর স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 

এদিকে, এই ব্রীজটি নিমাণ হলে রাঙামাটি জেলার রিজার্ভ বাজার এলাকার পুরান পাড়া, ইসলামপুর, জালিয়া পাড়া, ঝুলিক্কা পাহাড় সহ কয়েকটি এলাকার ৫০০ শতাধিক পরিবার উপকৃত হবে। আজ ঢালাই কাজ শুরু হওয়ায় পুরাতনবস্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ দেখা দেয়। এ সময় তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

উল্লেখ্য, সেতুর প্রথম স্পেনের ডালাই কাজ শেষ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে বাকী দুইটি স্পেনের ডালাই ও ঝুলিক্কা পাহাড় এলাকার এপ্রোসের কাজ শেষ হলে এই দুই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট লাগব হবে।

আলোকিত রাঙামাটি